Friday , March 31 2023

খাটের উপর বউ সেজে দুর্দান্ত এক্সপ্রেশনের সাথে নাচ করছে ছোট্ট কন্যা, ভাইরাল ভিডিও

ছোট বাচ্চাদের আমরা সকলেই খুব ভালোবাসি। বাড়িতে কোন ছোট্ট বাচ্চা থাকলে নিমেষে তাদের সঙ্গে থেকে আমাদের সময় কেটে যায়।বাচ্চাদের সবকিছুই আমাদের মনে ধরে। বাড়ি যেন সারাক্ষণ জমজমাট হয়ে থাকে ছোট্ট একটি খুদে বাচ্চা বাড়িতে থাকলে।ছোট বাচ্চাদের নানান রকমের কার্যকলাপ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় রোজই দেখতে পাই। কখনো দেখা যায় তাদের নাচ বা গানের ভিডিও।

আবার কখনো দেখা যায় তাদের নানান রকমের কার্যকলাপের ভিডিও। ছোট বাচ্চাদের যেকোন ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলেই নিমিষেই তা ছড়িয়ে যায় চারিদিকে। সম্প্রতি আবারও একটি খুদে বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিওতে বাচ্চাটিকে কোন নাচ বা গান তেমন কিছু করতে দেখা যায় নি। কিন্তু তাও এই বাচ্চাটির কার্যকলাপ দেখে মন ভরে গেছে নেটিজেনদের। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে একটি ছোট্ট ফুটের মিষ্টি দেখতে কন্যা খাটের উপর বসে বউয়ের সাজ সেজেছে। মেয়েরা প্রায় প্রত্যেকেই ছোটবেলায় বউয়ের সাজ সেজে থাকে।

কখনো আয়নার সামনে নানান রকমের সাজ সেজে নাচ, তো আবার কখনো মায়ের শাড়ি পড়েই বউ হওয়ার চেষ্টা। সম্প্রতি তেমনই এই ছোট্ট ফুটফুটে শিশুটিকে বউয়ের মতন সাজানো হয়েছে। আর যখনই তাকে এরকম সাজানো হয়েছে তারপর তার মুখের মিষ্টি হাসি আর অভিনয় দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। যেরকমটা দেখা যায় বিয়ে বাড়িতে নতুন বউরা চুপচাপ সেজে বসে থাকে ঠিক সেরকমই এই কন্যাটিকে সাজানো হয়েছে আর সে একদম শান্ত শিষ্ট মেয়ের মত বসে আছে। তার মুখের মিষ্টি হাসি আপনার মন কেড়ে নেবে।

দেখা গেছে একটু শাড়ি বাচ্চাটিকে পরিয়ে দেওয়া হয়েছে একদম নতুন বউয়ের মতই দেখতে লাগছে। আর ব্যাস এরকরম বউয়ের মত সেজে চুপটি করে বসে রয়েছে আবার কখনো এক গাল হাসি দিচ্ছে। আবার দেখা গেছে কখনো বিছানার মধ্যে বসে বসেই নাচ করছে সে। বাচ্চা মানেই মিষ্টির গোলা! এবার সে আমজনতা হোক বা কোন সেলিব্রেটি। প্রত্যেকটি বাচ্চাই হয় কিউটনেসে ভরা। বাচ্চাদের নানা রকমের খুনসুটির ভিডিও আমরা মাঝেমধ্যেই ক্যামেরাবন্দি করে থাকি। সম্প্রতি তেমনি এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি একটুও। তবে এই ভিডিও দেখে এখন থেকেই বোঝা যাচ্ছে এই ছোট্ট কন্যা বড় হয়ে কত সুন্দর অভিনয় করতে পারবে।

গোটা ভিডিওটিকে “লাজে রাঙা হলো কনে বৌ গো” এমন একটি সুন্দর গানের সঙ্গে করা হয়েছে। যা এই মিষ্টি কন্যার ভিডিওর সাথে একদম মিলেমিশে গেছে। Momspresso Bangla নামের ফেসবুক একাউন্টে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ১.৫ মিলিয়নের ও বেশি মানুষ বর্তমানে এই ভিডিও দেখেছেন এবং ১৪৯ হাজার মানুষ লাভ এবং কেয়ার দিয়ে ভরিয়ে দিয়েছে। ২ হাজার মানুষ ভিডিওটিতে কমেন্ট করেছেন এবং ৭ হাজার মানুষ ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়েছেন।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.