মেয়রের আরও বিশ্বাস, এই কুমিরই নাকি প্রকৃতি মায়ের দূত। তাকে বিয়ে করার অর্থ হল, মানুষের সঙ্গে ঈশ্বরের সংযোগস্থাপন করা।
কখনও শুনেছেন কুমিরকে কেউ জীবনসঙ্গী বানিয়েছেন? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করেছেন এক ব্যক্তি। বছর সাতেকের এক কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র ভিক্টর হুগো সোসা।
মেক্সিকোর ওয়াক্সাকা গ্রামের মেয়র সোসা। বৃহস্পতিবার তিনি কুমিরটিকে বিয়ে করেছেন। কুমিরটিকে কনের পোশাকে সাজানো হয়। তার পর গির্জায় গিয়ে বিয়ের পর্ব সারেন সোসা। গ্রামবাসীরাও এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।
বিয়ের পর্ব শেষ হওয়ার পর কুমিরটিকে চুম্বনও করতে দেখা যায় সোসাকে। তবে কুমিরটির মুখ বাঁধা ছিল। ওই গ্রামের প্রচলিত বিশ্বাস, কোনও প্রাণীকে বিয়ে করলে নাকি প্রকৃতি মা সন্তুষ্ট হন।
ওয়াক্সাকা গ্রামে মূলত মৎস্যজীবীরাই থাকেন। মাছ ধরে এবং তা বিক্রি করেই তাঁদের সংসার চালান। মেয়র জানিয়েছেন, এই প্রথা কয়েক শতক ধরে চলে আসছে। প্রকৃতি মা-কে সন্তুষ্ট করার জন্যই এই প্রথা। যাতে মৎস্যজীবীরা আরও ভাল মাছ ধরতে পারেন। তাঁদের সংসার চালাতে পারেন।
মেয়রের আরও বিশ্বাস, এই কুমিরই নাকি প্রকৃতি মায়ের দূত। তাকে বিয়ে করার অর্থ হল, মানুষের সঙ্গে ঈশ্বরের সংযোগস্থাপন করা।
In an age-old ritual, a Mexican mayor married his alligator bride to secure abundance. Victor Hugo Sosa sealed the nuptials by kissing the alligator’s snout https://t.co/jwKquOPg93 pic.twitter.com/Vmqh4GpEJu
— Reuters (@Reuters) July 1, 2022