গানের চেয়েও নেটিজেনরা মজেছেন তাঁর মুখের মিষ্টি অভিব্যক্তিতে। আধো আধো গলায় তার গান এখন ভাইরাল নেটদুনিয়ায়।বাংলাদেশের জনপ্রিয় গায়ক অ্যান্ড্রু কিশোরের (Andrew Kishore) গাওয়া কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক’ (Ki Tomar ruper jholok,porena chokher polok) গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছে খুদে এক শিশু। নেটিজেনরা আপাতত খুদেটির আধো আধো বুলিতে গাওয়া গানে মজেছেন।
রিয়া ইন্দ্রানী (Riya Indrani) নামে একজন মহিলা নিজের ফেইসবুক একাউন্ট থেকে শেয়ার করেছেন একরত্তির এই মিষ্টি ভিডিওটি। শেয়ার করার পরে নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে সেটি। আধো আধো বুলিতে গানটির প্রথম দিকের কয়েকটি লাইন গেয়েছে সে। গানের থেকেও নেটিজেনরা বেশি মজা পেয়েছেন খুদেটির মুখের অভিব্যক্তি দেখে। গানের কথার মানে বুঝে বুঝে সে রীতিমতো ঘাড় নাড়িয়ে পেশাদার গায়িকাদের মতো গাওয়ার চেষ্টা করেছে গানটিকে।
শিশুটির মাও খুব সম্ভবত পাশেই ছিলেন। তিনি শিশুটিকে ধরিয়ে দিচ্ছিলেন লাইনগুলি। কেবলমাত্র লাইনের শুরুর দিকটা ধরিয়ে দিলেই বাকি কথাগুলো নিজে থেকেই মিষ্টি সুর করে গেয়ে চলেছে সে। সব মিলিয়ে খুদেটি সবার মন জয় করে নিয়েছে। কমেন্টেও অনেকেই তার প্রশংসা করেছেন। ইতিমধ্যে ভিডিওটির ভিউস সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ৪ হাজারের উপরে মানুষ পছন্দ করেছেন আধো আধো গলায় গাওয়া শিশুটির এই গানটি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক ধরণের ভিডিও ভাইরাল হয়। শিক্ষা দেওয়ার সাথে সাথে কিছু ভিডিও আছে যেগুলো নিমেষে মানুষের মন ভাল করে দেয়। এই ভিডিওটি সেরকমই। ব্যস্ত লাইফস্টাইলের মধ্যে হাজার মানসিক চাপ কাটিয়ে এই ভিডিওটি দেখে মন ভালো করেননি সেইরকম মানুষ খুঁজে পাওয়া দুস্কর। শিশুরা সব সময় মন ভালো করে দেয়। তাদের সদ্য ফোটা বুলি হোক কিংবা তাদের শিশুসুলভ কাজকর্মই হোক, নিমেষেই ক্লান্তি ভুলিয়ে দিতে পারে।