Thursday , June 8 2023

কালীপুজো না করেও কীভাবে তুষ্ট করবেন দেবীকে? জেনে নিন উপায়

সামনেই কালীপুজো (Kali Puja 2022)। কার্তিকী অমাবস্যা তিথিতে মা কালীর পুজোর আয়োজন করেন অনেকেই। ভাগ্য ফেরাতে কঠোর নিয়ম মেনে পুজোর আয়োজন করেন। তবে পুজোর আয়োজন না করেও কয়েকটি নিয়ম মানলেও মা কালী প্রসন্না হন। হতে পারে ভাগ্যোন্নতি।

কালীপুজোর দিন অবশ্যই উপবাস করে অঞ্জলি দিন। উপোস ভাঙার সময় আগে ফল খেতে হবে। পরদিন আমিষ খাবার ভুলেও খাবেন না।
পশুবলি হয় এমন জায়গার প্রসাদ না খাওয়াই ভাল।
কালীপুজো শুরুর আগে লাল চেলি, সিঁদুর এবং লাল জবা দিয়ে পুজো দিন।
পুজো হওয়ার পর ওই লাল চেলি, সিঁদুর বাড়ির আলমারিতে রেখে দিন। তাতে অর্থাভাব দূর হবে।

আপনি কি সন্তানের বাবা-মা? তবে মা কালীর পুজোর উপাচারে আপেল, আলুবোখরা কিংবা চেরি দিন। তাতে সন্তানের লেখাপড়া, চাকরি ক্ষেত্রে বাধা দূর হবে।
সংসারের সার্বিক উন্নতিতে কালীপুজোর দিন কৃষ্ণনাম এবং শিবের আরাধনা করুন।
কালীপুজোর সন্ধেয় সারাবাড়িতে আলো জ্বালিয়ে রাখুন। তাতে নেগেটিভ এনার্জি আপনার বাড়িকে স্পর্শ করতে পারবে না।
কালীপুজোর রাতে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। সারারাত যাতে প্রদীপ জ্বলে সেদিকে খেয়াল রাখুন।
কালীপুজোর দিন অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন। তাতেই হবে ভাগ্যোন্নতি। সুখসমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।

Check Also

সামনে বছর বক্রী হবে রাহু, ২০২৩-এ দু-হাত দিয়ে টাকা কামাবে এই ৪ রাশি

সামনের বছর নিজের অবস্থান বদল করতে চলেছে রাহু। জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ...

Leave a Reply

Your email address will not be published.