Friday , March 31 2023

এত ক্যামেরার সামনে এসব বলা যায় না: ভাবনা

দীর্ঘদিন ধরেই প্রেমের সর্ম্পক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিলো জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে নিয়ে। বিষয়টি নিয়ে বরাবরই চুপ ছিলেন অনিমেষ-ভাবনা। সম্প্রতি বিষয়টিকে আরো খোলাসা করেন তারা।

এবার একুশে বই মেলায় ‘এক বোতল অন্ধকার’ নামে একটি বই প্রকাশ করেন অনিমেষ। আর বইটি ভাবনাকে উৎসর্গ করে তিনি লিখেছেন, ‘এই নদীর জল, তোমার চোখের মত ম্লান বেতফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি, এই নদী তুমি। প্রিয় আশনা হাবিব ভাবনাকে।

অনিমেষ আইচ প্রথমবার আপনাকে কোনো বই উৎসর্গ করেছেন, এই বিষয়টি আপনার কেমন লাগছে? সম্প্রতি এক অনুষ্ঠানে ভাবনার কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, এত ক্যামেরার সামনে এসব বলা যায়? দুষ্ট!

অভিনেত্রী আরও বলেন, কেউ যদি বই উৎসর্গ করে তখন অবশ্যই ভালো লাগে। তবে আমি কিন্তু অনেক আগেই অনিমেষকে বই উৎসর্গ করেছি। লেখালেখি করতে আমার ভীষণ লাগছে। আসলে দিন দিন আমার মনে হচ্ছে আমি কবিতার মানুষ। তাই লিখতেও ভালো লাগে আবার পড়তেও ভালো লাগে।

Check Also

অসহায় বাবা বাড়ি বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছিলেন, ছেলে আজ IAS অফিসার

সন্তানের জীবনে মা বাবার থেকে বেশি অবদান হয়তো আর কারো থাকে না। ছেলের ভালোর জন্য ...

Leave a Reply

Your email address will not be published.