Friday , March 31 2023

এক বৃদ্ধ মুসলমানের কন্ঠে মহাভারতের টাইটেল ট্র্যাক শুনে মুগ্ধ নেটদুনিয়া, ব্যাপক ভাইরাল সেই ভিডিও !

শিল্পীর কোনো জাত ও ধর্ম হয় না, এমনটাই সাধারণত বলা হয়। তবে কোথাও না কোথাও যেন বিধিনিষেধ রয়েই যায়। বিভিন্ন সময়ে বাধা হয়ে দাঁড়ায় এই ধর্মের বেড়াজাল। তবে সমপ্রতি যেই দৃশ্য উঠে এসেছে, তা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। কারণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে এক মুসলিমের কণ্ঠে শোনা গিয়েছে মহাভারতের গান।

‘মহাভারত কথা’ ধারাবাহিকের সেই গানটি শুনে অবাক হওয়ার পাশাপাশি নস্টালজিক হয়ে পড়েছেন সকলে। বহু বছর আগে সম্প্রচারিত হতো ‘মহাভারত কথা’ নামক ধারাবাহিকটি। যা দেখার জন্য অপেক্ষা করে থাকতেন সকলে। আর এই ধারাবাহিকের দর্শকদের মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। তখন এই পুরাণকাহিনী দেখতে পছন্দ করতেন সকলেই। আর এতো বছর পর অন্য এক ধর্মের শিল্পীর কন্ঠে গানটি শুনে আবেগপ্রবণ হয়েছেন দর্শকেরা।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে খোলা মাঠের মাঝখানে খালি গলায় গান গাইছেন মধ্যবয়স্ক এক শিল্পী। তার পরনে রয়েছে সাদা পাঞ্জাবি এবং মাথায় ফেজ টুপি। আর তার উচ্চারিত প্রত্যেকটি সংস্কৃত শব্দ এটাই বুঝিয়ে দিয়েছে ধর্মের নামে ভেদাভেদ একদিন ঠিক ঘুচে যাবেই। ভিডিওটি পোস্ট করেছেন প্রাক্তন নির্বাচন কমিশনার ড. এসওআই কুরেশি।

আর তার ক্যাপশন লিখেছেন, ‘রীতি ভাঙার ভিডিও’। পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। পাশাপাশি কমেন্ট বক্সে তার জন্য ভালোবাসা জানিয়েছেন সকলে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। উল্লেখযোগ্য ধর্মের নামে বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষের খবর উঠে আসে। তবে এমন সব দৃশ্য চোখে আঙ্গুল দিয়ে এটাই বুঝিয়ে দেয় মানবধর্মের চেয়ে বড়ো কোনো ধর্ম হয় না।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.