Thursday , February 9 2023

এক দরিদ্র কৃষকের মুখ থেকে অসাধারণ ইংলিশ গান,মুহু্রতের মধ্যে ভাইরাল ভিডিও!!

সোশ্যাল মিডিয়া আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া ঘটনার ছবি। বর্তমানের ইন্টারনেটের দুনিয়ায় মানুষের কত প্রতিভা ছড়িয়ে পড়তে পারছে। অনেক মানুষ রয়েছেন যারা সুযোগের অভাবে আড়ালে রয়ে গেছে অথচ তাদের মধ্যে কি অসম্ভব প্রতিভা বিরাজ করে। কোনো শিক্ষাগুরুর সান্নিধ্য হয়তো পাননি তারা ঈশ্বরপ্রদত্ত গুন নিয়ে জন্মেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেইসব অমূল্যরতন এর খোজ পাচ্ছি আমরা।

সম্প্রতি এমন এক প্রতিভার নজির মিলেছে। ফেসবুকে তুমুলভাবে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কাঠফাটা রোদে জমিতে কোদাল চালাচ্ছেন এক কৃষক। পরনে তার লুঙ্গি আর মাথায় গামছা বাধা। আর ওই প্রখর রোদেই সে গান গেয়ে চলেছেন জাস্টিন বেবাবের এর বিখ্যাত গান ‘বেবি’।

শুধুই যে তথাকথিত গান তা নয় ঝরঝর করে স্পষ্ট ইংরেজি উচ্চারনে আর অসাধারন সুরে কঠিন গানটি অবলীলায় গেয়ে ফেলেছেন তিনি। আর যা দেখে মুগ্ধ ও তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা। তার গানে যে সকলে অভিভূত হতে বাধ্য তা এক কথায় স্বীকার করে নিতেই হয়। ভিডিওটি পোস্ট হতেই তাই লাইক কমেন্টে ভরে গেছে।

Check Also

স্যুট-সালোয়ার পরে খোলা রাস্তায় নাচলেন একটি ছোট্ট মেয়ে, লোকেরা প্রচুর হাততালি দিল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। এই নেটদুনিয়ার ...

Leave a Reply

Your email address will not be published.