ভারতের সবচেয়ে ধন-সম্পদ সম্পন্ন ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি। প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে তার সম্পত্তির পরিমাণ। শুধু ভারতে নন বিদেশেও দিনে দিনে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন মুকেশ আম্বানি। আমরা সকলেই তার পরিবারের রাজকীয় জীবনযাত্রা সম্পর্কে অবগত।বহু প্রতিবেদন থেকে এবং সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেছে, তার বাড়িতে ৬০০ জনেরও বেশি কর্মচারী কাজ করেন। এবং এক একজনের বেতন লক্ষাধিক টাকারও ঊর্ধ্বে।
শুধু কি মুকেশ আম্বানি, তাঁর পরিবারও বিলাসবহুল জীবন যাপনের জন্য চর্চিত হন। মুকেশ পত্নি নিতা আম্বানি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের মালকিন তাছাড়াও বিভিন্ন এনজিওর সঙ্গে তিনি নিযুক্ত রয়েছেন। নিজের পোশাক পরিচ্ছদ গাড়ির সঙ্গে সঙ্গে নিজের ত্বকের প্রতিও সমানভাবে যত্নশীল নীতা আম্বানি। দেশের কেমিকাল মিশ্রিত দ্রব্য তিনি ব্যবহার করেন না ব্রান্ডেড জিনিস ছাড়া তিনি ছুঁয়েও দেখেন না কসমেটিকস। আর এবার প্রকাশ্যে এলো নিতা আম্বানির লিপস্টিকের কথা। আপনি জানেন কি নিতা আম্বানি কতটা সাজতে ভালোবাসেন? সবসময় নিজেকে কে পরিপাটি করে দেখতে ভালোবাসেন। তার কালেকশনে রয়েছে একের পর এক দামি কসমেটিকস। কিন্তু এসবের মধ্যে উঠে এল চমৎকার তথ্য।
নিতা আম্বানি যে তাদের লিপস্টিক ব্যবহার করে তা দিয়ে মুম্বাইতে একটি ফ্ল্যাট হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন। সাধারণত আমরা খুব বেশি হলে ৫০ থেকে ২০০০ টাকার। কিন্তু নিতা আম্বানির লিপস্টিক এর দাম সোজা ৩৩ লক্ষ টাকা। এটি হলো বিশ্বের সবথেকে দামি লিপস্টিক কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন এত বেশি টাকা দিয়ে লিপস্টিক কেনা মূর্খতা। আসলেই ঠিকই লিপস্টিকটির বাইরের অংশের সোনা এবং হীরে দিয়ে কারুকাজ করা রয়েছে আর তাই গোটা লিপস্টিক টির দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়েছে। লিপস্টিকের পেছনে এত টাকা খরচ করা শুধুমাত্র আম্বানি পরিবারের পক্ষেই সম্ভব আর তাই এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সাধারণ মানুষ সমালোচনায় মেতে উঠেছেন।