Thursday , March 30 2023

এই সংকেতগুলো আপনিও পাচ্ছেন? তাহলে ঘরে লক্ষ্মী আসতে আর দেরি নেই !

স্নানের পর প্রতিদিন নিষ্ঠাভরে তাঁর পূজা করুন। ধান ও দূর্বা দেবী লক্ষ্মীর প্রতীক। তাই ধান দূর্বার অবমাননা করবেন না। গৃহ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরে ঝুল জমতে দেবেন না।
দেবী লক্ষ্মী (Goddess Lakshmi) সম্পদের দেবী! হিন্দুধর্মে, অত্যন্ত সম্মানিত দেবী হিসেবে পূজিত হন তিনি। সাধারণত শুক্রবার দিনটিই দেবীর স্তুতির জন্য সর্বোৎকৃষ্ট বলে মনে করা হয়। লক্ষ্মী বিভিন্ন জায়গায় আলাদা আলাদ রূপে পূজিত হন। সাধারণভাবে আটটি রূপ রয়েছে মা লক্ষ্মীর। সেগুলির মধ্যে অন্যতম হল মহালক্ষ্মী ( Mahalakshmi)। এই রূপেই দেবী তাঁর ভক্তকে করে তোলেন অগাধ সম্পদের মালিক। প্রাচুর্যে ভরে ওঠে তার গৃহ। জীবনে কোনওদিন অর্থের অভাব হয় না। তিনি সচ্ছল জীবন কাটান। তাই কোনও ব্যক্তি যখন রোজগার করতে শুরু করেন, তখন তাঁর মস্তকে লক্ষ্মীর আশীর্বাদ থাকা জরুরি। তাই একজন রোজগেরে ব্যক্তির উচিত দেবী লক্ষ্মীর আরাধনা করা।

আরাধনাতেই দেবী তুষ্ট হন ও ভক্তের গৃহে অধিষ্ঠান করেন। প্রশ্ন হল কোন কোন সংকেত দেখে বুঝবেন যে দেবী লক্ষ্মী এবার গৃহে প্রবেশ করছেন?
• স্বপ্নে দেবী লক্ষ্মীর দর্শন মানে মা এবার ওই ভক্তের গৃহে প্রবেশ করবেন।
• স্বপ্নে ফণা তোলা সর্পদর্শন হলেও বুঝতে হবে শীঘ্রই আপনি প্রভূত অর্থলাভ করতে চলেছেন! এই ধরনের স্বপ্ন সম্পদ লাভেরও ইঙ্গিত করতে পারে।

• গাছে চড়ার স্বপ্নের অর্থও হল খুব দ্রুত সম্পদ লাভ হবে আপনার। এই স্বপ্নের অন্যতম ইঙ্গিত হল, কেরিয়ারে আপনি দ্রুত উচ্চপদে আসীন হতে চলেছেন।
• কোনও মেয়ে বা নারী আপনার স্বপ্নে নৃত্যরত অবস্থায় হাজির হলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি আপনি অর্থলাভ করতে চলেছেন।
• স্বপ্নে স্বর্ণালঙ্কার দেখার অর্থও গৃহে দেবী লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে।

• জ্যোতিষমতে স্বপ্নে ইঁদুরের দর্শনলাভও দেবী লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে। কারণ ইঁদুর গণেশদেবের বাহন। তাই গণেশদেব এবং দেবী লক্ষ্মী একত্রে আপনার গৃহে বাস করতে চলেছেন।
• স্বপ্নে যে কোনও দেবতা দশর্নও লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে।
• স্বপ্নে মৌচাক দেখেছেন? তাহলে খুব জলদিই আপনার হাতে প্রচুর অর্থ আসবে।

অতএব শুধু শুক্রবার নয়, প্রতিদিনই দেবী লক্ষ্মীর শ্রীচরণে অঞ্জলি দিন। স্নানের পর প্রতিদিন নিষ্ঠাভরে তাঁর পূজা করুন। ধান ও দূর্বা দেবী লক্ষ্মীর প্রতীক। তাই ধান দূর্বার অবমাননা করবেন না। গৃহ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরে ঝুল জমতে দেবেন না। দেবী লক্ষ্মীর প্রিয় পরিচ্ছন গৃহ। গৃহে ঝগড়া-অশান্তি চেঁচামেচি করবেন না। তিনি যাতে দীর্ঘদিন আপনার গৃহে অধিষ্ঠান করতে পারেন তার সঠিক ব্যবস্থা করুন।

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Check Also

ডিসেম্বরেই শুরু হচ্ছে মল মাস, এই কাজগুলি ভুলেও করবেন না

Malmaas 2022: হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি শুভ কাজ করার জন্য কিছু শুভক্ষণ বা মুহূর্ত থাকে। এমনও ...

Leave a Reply

Your email address will not be published.