মেষঃ কাছের মানুষের দ্বারা আজ আপনি বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। সাবধানতা অবলম্বন করা জরুরি।
বৃষঃ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুব একটা শুভ নয়। প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মিথুনঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। ব্যয়াধিক্য দেখা দিতে চলেছে।
কর্কটঃ পারিবারিক ভাবে আজকের দিনটি শুভ নয়। পত্নী বিরোধ দেখা দিতে পারে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।
সিংহঃ কাছের মানুষদের দ্বারা আজ আপনি প্রবঞ্চনার শিকার হতে পারেন। মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকুন।
কন্যাঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে মাতৃপীড়াজনিত চিন্তা দেখা দিতে পারে। সমস্যা সমাধানের চেষ্টা করুন।
তুলাঃ ভগবান হনুমানের কৃপা রয়েছে এই রাশির ওপর। আজ আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে চলেছে। যার ফলে সুনাম বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
বৃশ্চিকঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে হতাশার সৃষ্টি হতে পারে। কাছের মানুষদের সাথে সমস্যার কথা আলোচনা করুন।
ধনুঃ কোথাও ভ্রমণে গেলে আজ আপনার বিপদ দেখা দিতে পারে। ভ্রমণ করা থেকে বিরত থাকা খুবই জরুরি।
মকরঃ ভগবান হনুমানের আশীর্বাদ রয়েছে এই রাশির ওপর।কর্মসূত্রে আজ অন্যত্র বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতি যোগ রয়েছে। সবমিলিয়ে দিনটি ভালোই কাটবে।
কুম্ভঃ হঠাৎ করেই আজ কর্মক্ষেত্রে বিঘ্ন দেখা দিতে চলেছে। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া একান্তই জরুরি।
মীনঃ মীন রাশির ওপর মা লক্ষীর কৃপা রয়েছে, যারা শেয়ার ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। লাভ ঘটার প্রবল সম্ভাবনা তৈরি হবে।