Friday , March 31 2023

উফ ঝাল লেগেছে, হাতে কাঁচা লঙ্কা নিয়ে খালি গলায় দুর্দান্ত গান গাইলেন রানু মন্ডল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‛বদনাম’ সিনেমার ‛ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে’ গান গেয়ে ফের সংবাদের শিরোনামে রানু মন্ডল (Ranu Mondal)। গানের দৌলতে তিনি যতটা না মানুষের কাছে পৌঁছেছেন তার চেয়ে বেশি বোধহয় ইউটিউবারদের (Youtuber) দৌলতে। একসময়ই রানাঘাট (Ranaghat) স্টেশনে ভিক্ষাবৃত্তি করে দিন চলতো তার। হঠাৎ একদিন অতীন্দ্র নামের এক যুবকের হাত ধরে ভাইরাল হন তিনি।

এরপর হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি কাহানী’ গান গেয়ে রীতিমতো নেট দুনিয়ার সাড়া ফেলে দেন। ২০১৯ সালে দুর্গাপুজোতে এমন কোন প্যান্ডেল বাদ যায়নি যেখানে তাঁর গাওয়া গান বাজেনি।এককথায় সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে ওঠেন রানু মন্ডল। তবে, রাতারাতি সেলিব্রিটি হওয়া রানু মণ্ডলের (Ranu Mondal) জনপ্রিয়তা আবার রাতারাতিই তাঁর নিজের স্বভাবের কারণেই কমে যায়।

যদিও এখন তিনি আবারও ফিরে এসেছেন নিজের জায়গায়। যত তাড়াতাড়ি সাফল্য পেয়েছিলেন আবার তত তাড়াতাড়ি তা খুইয়ে ফেলেছেন। এখন আর আগের মতো থাকেনা রেকডিং। কোন মতে খেয়ে দিন গুজরান হয়। ইউটিউবারদের দৌলতে বারংবার উঠে আসেন সংবাদের শিরোনামে। সম্প্রতি এবার গান গেয়ে নজর কাড়লেন নেটিজেনদের।

‛রন্ধন পরিচয়’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। নিজের বাড়ির উঠোনের উপর বসে গান গাইতে দেখা যাচ্ছে রানু মন্ডলকে। হাতে রয়েছে সবুজ লঙ্কা। গানের সঙ্গে সঙ্গে আবার নিজেই মিউজিকও দিচ্ছেন। চিরাচরিত সেই নাইটি পরা অবস্থাতেই দেখা মিলেছে রানুদির। নিয়মিত রেওয়াজ না করলেও তার গানের গলা যে এখনও বেশ সুরেলা তা বোঝা যাচ্ছে এই ভিডিওর মধ্যে দিয়ে।ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসার বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। সম্প্রতি রানুর এই গান গাওয়ার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.