পর্দায় উচ্ছেবাবু মিঠাই রানীর মনের মানুষ হলেও বাস্তবে কিন্তু আদৃত (Adrit Roy) নয়, সৌমিতৃষার (Soumitrisha Kundu) মনের মানুষ অন্য। সম্প্রতি ‛দিদি নাম্বার ওয়ান’ র মঞ্চে এসে তেমনটাই জানালেন সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিল কবে এই জনপ্রিয় গেম শোতে দেখা মিলবে মিঠাই রানীর। মিঠাই পরিবারের অন্যান্য সব সদস্যরা দিদির মঞ্চে এলেও দেখা মেলেনি সৌমিতৃষার।
আর সেই নিয়ে কম গুঞ্জনও হয়নি। তবে, অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে ৯ অক্টোবর ‛দিদি নাম্বার ওয়ান’ র (Didi No.1) সানডে ধামাকায় দিদির মঞ্চে হাজির হয়েছেন মিঠাই রানী। একেবারে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই অনুরাগীদের সারপ্রাইজ দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। ওই এপিসোডের কিছু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে সৌমিতৃষার জীবনের মনের মানুষ নিয়ে আড্ডা হল জোর কদমে। শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি প্রশ্ন করলেন যে, সবার একটাই প্রশ্ন মিঠাইতে তো উচ্ছেবাবু মিঠাই রানীর মনের মানুষ। কিন্তু বাস্তব জীবনে সৌমিতৃষার কি কোনো করলা বাবু আছে নাকি? আর তাতে অভিনেত্রীর জবাব আমি তো ভ্যালেন্টাইন হিসেবে অনেক আগেই জি বাংলার নাম নিয়ে নিয়েছি।
যারা কিনা আমাকে পাহাড়ে নিয়ে গিয়ে টি গার্ডেনের মধ্যে বাথটবে ফুল দিয়ে দিচ্ছে, শিফন শাড়ি পরাচ্ছে, ‛তেরে মেরে’ তে নাচার ইচ্ছেও পূরণ করে দিয়েছে। তারা ছাড়া আর কে হবে মনের মানুষ। এরপর রচনা প্রশ্ন করেন সৌমিতৃষার প্রেমিককে কি রান্না জানতে হবে? তাতে অভিনেত্রীর জবাব তেমন কোনো ক্রাইটেরিয়া নেই। তবে ভালোবেসে আগলে টাগলে রাখবে। বাড়িতে যে সৌমিতৃষা তার মাকে ছাড়া পুরো অন্ধকার একথা দিদির মঞ্চে এসে নিজেই জানান।এদিন সৌমিতৃষা ছাড়াও দিদির মঞ্চে হাজির হয়েছিলেন শ্রী, নীপা, শ্রীতমা। এমনকি গানের রাউন্ডে আদৃতকেও দেখা গিয়েছে এই মঞ্চে।