Friday , March 31 2023

আশ্চর্য ক্ষমতা! একসাথে দু’ হাত দিয়ে লিখে বিশ্ব রেকর্ড করেছেন এই তরুণী, নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডের খাতায় ! ভাইরাল ভিডিও !

<figure>

মানুষ সাধারণত একটি হাত দিয়েই লেখেন। হয় ডান হাতে অথবা বাঁ হাতে। ম্যাঙ্গালুরুর এক তরুণী দু হাতে অবলীলায় ব্ল্যাক বোর্ডে লিখে তাক লাগিয়েছেন। এগারো রকম স্টাইলে লিখে বিশ্ব রেকর্ড করেছেন তিনি।জানা গেছে, ওই তরুণীর নাম আদি স্বরুপা। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল অনিল চোপড়া ট্যুইটারে পোস্টের মাধ্যমে জনগণের সামনে ওই তরুণীর কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি জানিয়েছেন, এই আশ্চর্য ক্ষমতার নাম ‘অ্যাম্বিডেক্সটারিটি’। তরুণী সম্পূর্ণ নিজের চেষ্টায় এই ক্ষমতা অর্জন করেছেন। ভিডিওর ক্যাপশনে অনিল বলেন,’ওর মস্তিষ্কের দুটি অংশই একই সঙ্গে কাজ করে।’

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাম্বিডেক্সটারিটি ১০ লক্ষ মানুষের মধ্যে ১ জনের থাকে। ভিডিওতে কখনও বোর্ডের মাঝখান থেকে শুরু করে লিখে চলেছেন বোর্ডের দুদিকে। কখনও বা দেখা গেছে একই সঙ্গে দুটি ভিন্ন ভাষায় লিখে চলেছেন তিনি। মিরর ইমেজ, রিভার্স রানিং মিলিয়ে মোট ১১টি স্টাইলে পারদর্শীকতার পরিচয় দিয়েছেন আদি।শুধু তাই নয়, চোখ বন্ধ করেও লিখেছেন তিনি। যার জন্য, ব্যতিক্রমী ভিজুয়াল মেমরির জন্য তাঁর নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের খাতায়। মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ভিডিও। স্বাভবিকভাবেই এই ভিডিও নেটিজনদের অবাক করেছে।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.