Friday , March 31 2023

আবার একবার পর্দায় ফিরছে ‘শঙ্খ-মোহর’ জুটি, বড় ঘোষণা সোনামণি সাহার

বাঙালির বিনোদন মানেই বাংলা মেগা সিরিয়াল। রোজকার ব্যস্ত জীবনের টনিক হিসেবে কাজ করে এই ধারাবাহিকগুলি। এরইমধ্যে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের মননে এমনই দাগ কেটে যায় যে, আজও তার রেশ দর্শকদের মধ্যে রয়ে গেছে। এরকমই একটা ধারাবাহিক হল ‘মোহর’।

স্টার জলসার এই ধারাবাহিকের মূখ্য চরিত্র শঙ্খ এবং মোহরের দারুন জনপ্রিয়তা ছিল দর্শকমহলে। এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক সেন এবং সোনামণি সাহা। কখনও ঝগড়া কখনও রোমান্স দিয়ে বেশ মিষ্টি একটা কেমিস্ট্রি ফুটিয়ে তুলেছিলেন পর্দায়। সেই থেকে আজও মানুষ খুঁজে বেড়ায় এই জুটিকে।

যদিও ‘মোহর’ শেষ হওয়ার পর আর কোনো প্রোজেক্টে একসাথে দেখা যায়নি এই সোনামণি এবং প্রতীককে। স্টার জলসাতেই অন্য অন্য ধারাবাহিকে অভিনয় করছে দুই অভিনেতা-অভিনেত্রী। প্রতীক অভিনয় করছেন ‘সাহেবের চিঠি’ তে এবং সোনামণি অভিনয় করছেন ‘এক্কাদোক্কা’তে অভিনেতা সপ্তর্ষি মৌলিকের বিপরীতে।

প্রসঙ্গত, সাহেব চরিত্রে প্রতিক ভালোই নাম কুড়োলেও রাধিকা বেশে সোনামণির প্রতি একটু ক্ষুব্ধ হয়েছে দর্শকমহল। এমতাবস্থায় দর্শকরা চাইছে তাদের প্রিয় মোহর-শঙ্খ জুটিকে ফিরে পেতে। হয়তো অন্য নামে, অন্য ভূমিকায় কিন্তু তাতে যেন প্রতিক এবং সোনামণিই থাকে। শঙ্খ আর মোহরের নানা রকম সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে তারা আবার এই জুটিকে ফিরিয়ে আনার কথা বলে।

আর সূত্রের খবর, এবার বোধহয় পূরণ হতে চলেছে ভক্তদের ইচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোনামণি সাহা বলেন, দর্শকদের মতো তিনিও মোহর চরিত্রটিকে মিস করেন। সাথে তিনি বলেন, শঙ্খ ছাড়া মোহর অপূর্ণ, তাই মোহরকে মিস করলে শঙ্খকে মিস করবেন এটাই স্বাভাবিক।

প্রসঙ্গত, মোহর-শঙ্খকে আবার একফ্রেমে দেখতে পাওয়া যাবে কি না, এই প্রসঙ্গে সোনামণি জানান, ‘এটা তো পুরোটা আমাদের হাতে থাকে না, এটা পুরোটাই চ্যানেল কর্তৃপক্ষের কিংবা প্রডিউসারদের ওপরে নির্ভর করে, গল্পের উপর নির্ভর করে। তবে হ্যাঁ আমাদেরও ইচ্ছা আছে আবার একসাথে সে জুটিটাকে ফিরিয়ে আনার’।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.