শনির ‘দৃষ্টি’ যেখানে পড়ে সেখানেই ধ্বসংসের সুর শোনা যায়। তাই জ্যোতিষবিদ্যায় শনিগ্রহকে সন্তুষ্ট করার কথা বারবার বলা হয়ে থাকে।
শনি অমাবস্যা হল শনিগ্রহ তথা শনিদেবতাকে সন্তুষ্ট করার অন্যতম সেরা দিন। আগামি কাল শনিবার ৪ ডিসেম্বর সেই বিরল দিন তথা তিথি– শনি অমাবস্যা। এই অমাবস্যাটি ‘মার্গশীর্ষ অমাবস্যা’ নামেও পরিচিত। এদিনটি ভাগ্য ফেরবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
জীবনে যাঁরা শনির পূর্ণদশা বা অর্ধদশার দ্বারা নানা ভাবে বাধাপ্রাপ্ত তাঁদের এই দিনই বিশেষ পূজাপাঠ সেরে সেই অশুভপ্রভাব কাটিয়ে তোলার বিশেষ লগ্ন। এদিন পালন করতে পারেন কিছু কিছু বিশেষ আচারও।
এদিন একটি ঘোড়ার খুরের নাল নিয়ে সেটি বাড়ির দরজার মাথায় আটকে দিলে সংসারজীবনের অনেক বাধাই কেটে যায়।