Friday , March 31 2023

আধো আধো গলায় “সারে জাহা সে আচ্ছা” গান গেয়ে সকলকে তাক লাগালো ৪ বছরের স্কুল ছাত্র, ভাইরাল ভিডিও

জনপ্রিয় এক হিন্দি গান অসাধারণ ভাবে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক ছোট্ট আফগানী ছেলে। মাথায় আফগানের মত পাগড়ি,পড়ে গান গাইছে এই ছেলে। সোশ্যাল মিডিয়া হলো একমাত্র মাধ্যম যার ফলে দেশ-বিদেশের আনাচে-কানাচে হতে থাকা নানান রকম প্রতিভারা,খুব সহজেই বিশ্বের দরবারে কাছে পৌঁছে যেতে পারে কয়েক মুহূর্তের মধ্যে। এই বাচ্চা ছেলেটি ও গানের সঙ্গে সঙ্গেই টেবিল বাজানোতে রীতিমতো দক্ষ।

আজকের দিনে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া(Social Media)। যেখানে প্রতি মুহূর্তে আসতেই থাকে নতুন নতুন আপডেট। আর মুহূর্তে মধ্যেই সেইসব নিত্যনতুন পোস্টে বয়ে যায় লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। এভাবেই নিমেষের মধ্যেই ভাইরাল (Viral)হয়ে যায় বিভিন্ন পোস্ট।সারা বিশ্বের মধ্যে আনাচে-কানাচে কতইনা প্রতিভারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেউ গান গাইছে, কেউ নাচে, কেউবা আঁকছে। তবে এদের কারোর মধ্যেই কোনরকম প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ ছাড়াও যে তারা কিভাবে এত সুন্দর করে তাদের প্রতিভাকে ফুটিয়ে তুলছে তার সত্যিই না দেখলে বিশ্বাস হয় না।

তবে এই সমস্ত ভাইরাল ভিডিওর মাধ্যমে যদি এই প্রতিভাবান বাচ্চাদের ভিডিও সত্যিই কোন জ্ঞানী গুণী মানুষের চোখে পড়ে তাহলে হয়তো তারা নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। সোশ্যাল মিডিয়ায় এর আগেও অনেককেই তার জায়গাকে তৈরি করতে সাহায্য করেছে। নতুন প্রজন্ম সেই কারণে সোশ্যাল মিডিয়ার কাছে কৃতজ্ঞ। সেই অসাধারণ গানের ভিডিওটি নিচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।প্রতিভার সঞ্চার হয় ছোট থেকেই। তা প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম পাওয়া গেলেই তা গড়গড়িয়ে এগিয়ে যায়। কেউ বা গান করে, কেউ আবার নাচ! আর এইসব কিছুই এখন দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

হাতের মুঠোয় ফোন আর ইন্টারনেট থেকে প্রতিদিন এই ধরনের কোনো না কোনো ভাইরাল ভিডিও দেখায় যায়। সম্প্রতি যেমন একটি ভিডিও ভাইরাল হলো ফেসবুকে। যেখানে একটি বাচ্চা ছেলের অসাধারণ প্রতিভা দেখা গেল।লক্ষ লক্ষ ভিউস ছাড়িয়ে গেছে এই সুন্দর ভিডিওটিতে। ভিডিওর শেষে ছেলেটি তার ম্যাডামকে বলে – ‘অর নেহি আতা মুঝে’। এই কথাটি নেটিজেনদের খুবই ভালোলাগেছে। যেমন এক নেটিজেন লিখেছেন – ‘খুবই কিউট একটি বাচ্চা, অসাধারণ গান করেছেন । তার সাথেই এক্সপ্রেশন খুবই সুন্দর’। আরেক নেটিজেনের বক্তব্য – ‘রফি স্যার-এর ছোট বেলা দেখে মনে হচ্ছে’।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.