Friday , March 31 2023

আজব কাণ্ড! এবার নিজেকে বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী

আজব এই পৃথিবীতে প্রতিদিন কত অবাক কাণ্ডই না ঘটছে! তারই একটি একজন মানুষ তার নিজেকে বিয়ে করা। গত ৯ জুন এমনই এক কাণ্ড ঘটান ভারতের গুজরাট প্রদেশের ২৪ বছর বয়সী তরুণী শামা বিন্দু। রীতিমতো আয়োজন করে তিনি নিজেকে বিয়ে করেন সেদিন। তা নিয়ে হৈচৈ আর সমালোচনা কম হয়নি।

দুই মাস না যেতে এবার একই আজব ঘটনা ঘটালেন ভারতীয় টিভি অভিনেত্রী কণিষ্কা সোনি। সম্প্রতি নিজেকে সঙ্গে বিয়ে করেছেন তিনিও। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলসূত্র ও সিঁদুর পরে ছবি পোস্ট করে এই খবর শেয়ার করেন কণিষ্কা। অভিনেত্রীর দাবি, এর পরই তার প্রোফাইল হ্যাক হয়ে যায়।তবে কণিষ্কার মঙ্গলসূত্র ও সিঁদুর পরা ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো শুটিং সেট থেকে ছবি পোস্ট করেছেন তিনি। কিন্তু পরে নিজের সঙ্গে নিজের বিয়ের কথা ঘোষণা করতেই হতবাক হয়ে যান সবাই।

কণিষ্কা ইনস্টাগ্রামে লেখেন, ‘নিজের সঙ্গেই বিয়ে করলাম। কারণ আমি নিজেই নিজের সব স্বপ্ন পূরণ করি। আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে কোনো পুরুষের দরকার নেই। আমি একাই আনন্দে থাকি। আমার গিটার নিয়ে থাকি। আমি দেবী, শক্তিশালী, শিব ও শক্তি দুইই রয়েছে আমার মধ্যে। ধন্যবাদ।’যদিও নিজের সঙ্গে বিয়ে করে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কণিষ্কার দিকে ধেয়ে আসে নানারকম কটাক্ষ। এমনকি তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলও হ্যাক হয়ে যায়। তবে কিছুদিনের মধ্যেই সেই প্রোফাইল পুনরুদ্ধার করেছেন অভিনেত্রী এবং এর পরই একের পর এক রিলস পোস্ট করছেন তিনি।

কণিষ্কা আহমেদাবাদের মেয়ে। তবে কাজের সূত্রে তার স্থায়ী বাসস্থান ‍মুম্বাই। শেষ তাকে দেখা গিয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘দেবী আদি প্রশক্তি’তে। সেখানে দেবী গঙ্গার চরিত্রে অভিনয় করেন কণিষ্কা। এর পরই ছোটপর্দাকে বিদায় ঘোষণা করেন তিনি।কণিষ্কার ইনস্টাগ্রামের তথ্য বলছে, বর্তমানে তিনি যোগ ট্রেনার, অভিনেত্রী ও সংগীতশিল্পী। এমনকি রাজনীতিতেও দেখা গেছে তাকে। রামদাস আটওয়ালের রাজনৈতিক দলে যোগদান করেছিলেন তিনি। ২০১৩ সালে তামিল ছবিতেও অভিষেক করেছিলেন। তবে জনপ্রিয়তা পেয়েছেন হিন্দি সিরিয়ালে।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.