সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমানে এক দারুণ মাধ্যম হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে যেমনযোগাযোগ স্থাপন করা যায়, তেমনই যে কোনো স্থানে থেকেই মনোরঞ্জন করা যায়। এমনকি, জ্ঞান আহরণও করা যায় এই মাধ্যমের দৌলতে। শুধুমাত্র সঙ্গে থাকতে হবে উপযুক্ত নেট পরিষেবা ও সঠিক প্রযুক্তি, ব্যাস! যে কোনো স্থানে থেকেই জ্ঞান আহরণ বা মনোরঞ্জন, খুবই সহজে করা যায়।
এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে বহু মানুষ শিক্ষার আলোয় আলোকিত হতে পারেন। কারণ, এই যুগে বহু মানুষ এমন রয়েছেন, যারা জ্ঞান বিতরণ করার জন্য ইউটিউব বা ফেসবুক মাধ্যম ব্যবহার করেন। তাঁদের সেই পদক্ষেপের জেরে উপকৃত হন আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা। এছাড়াও, সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু হিতকর কাজ উঠে আসে জনসমক্ষে। যেগুলো আগে হয়তো মানুষের অজান্তে পর্দার আড়ালেই থেকে যেত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে আসে। এই ভিডিওতে দেখা গেছে, মা ও সন্তানের এক অপরূপ ভালোবাসার দৃশ্য। কখনও দেখা যায়, এক মহিলা একটি বানর ছানাকে নিয়ে স্নেহ সহযোগে সন্তানের মতো খাইয়ে দিচ্ছেন, আবার কখনও ঘুম পাড়াচ্ছেন। এবাদেও, দেখা যায় যে, তিনি আরও ১০-১২ বানরেরও খাওয়ার ব্যবস্থা করে দেন। একটি ঝুড়ি নিয়ে গিয়ে তিনি খাবার ছড়িয়ে দেন ও সেই খাবারগুলো অন্য বানরদের বেশ মজা করে খেতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয় ‘বদ্রি নারায়ণ ভদ্র’ (Badri Narayan Bhadra) নামক ইউটিউব চ্যানেল থেকে। জানা গেছে ভিডিওটিতে দৃশ্যমান মহিলার নাম ‘মোনালিসা’। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নেটিজেনদের বেশ পছন্দ হয়ে যায় এবং বহু মানুষ ভিডিওটিকে কেন্দ্র করে লাইক-কমেন্ট করেন। ফলস্বরূপ, ভিডিওটি প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়।