Friday , March 31 2023

অভিনয় ছাড়াও এই কাজে ওস্তাদ ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, ভিডিও দেখে আপ্লুত ভক্তরা

অভিনয় জগতে টিকে থাকার লড়াইটা মোটেই সহজ নয়। বহু কষ্ট করে দর্শকদের মনে জায়গা পান অভিনেতা-অভিনেত্রীরা। আর সেই তালিকায় রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। বর্তমানে স্টার জলসার(Star Jalsa) পর্দায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। অভিনয়ের দিক থেকে একেবারে পারদর্শী হয়ে উঠেছেন এই অভিনেত্রী। তবে কেবলমাত্র অভিনয় নয় আরও নানান কাজে পটু তিনি।

‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন স্বস্তিকা ঘোষ। বর্তমানে স্টার জলসার পর্দায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকরা। আর সে কারণেই টিআরপি তালিকায় নিজের জায়গা বজায় রেখেছে এই ধারাবাহিক। অভিনেত্রীকে দীপার পরিচয় চেনেন আপামর বাংলা।

তবে কেবলমাত্র অভিনয় নয়, তাঁর মধ্যে রয়েছে আরও নানান প্রতিভা। সম্প্রতি জানা গিয়েছে, অভিনেত্রী নাকি ভীষণ সুন্দর গান করেন। প্রেম দিবসের দিনে প্রকাশে এসেছে একটি ভিডিও। আর সেখানেই সুকণ্ঠী এই অভিনেত্রীকে গান গাইতে শোনা গেছে। দীপার গলায় গান শুনে মুগ্ধ দর্শকরা।

সবেমাত্র পেরিয়েছে প্রেম দিবস। আর এই বিশেষ দিনে একটি শো এর আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। সুপারহিট হিন্দি ছবি ‘আশিকি ২’- এর রোমান্টিক গান শোনা যায় তাঁর গলায়। দর্শক আসন থেকে উঠে আসে হাততালির বন্যা।

এই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পর্দার দিপাকে এত সুন্দর গান গাইতে শুনে অবাক নেটিজেনরা। অভিনেত্রীর কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। কেউ কেউ লিখেছেন, ‘ভালো অভিনয়ের পাশাপাশি তুমি যে এত সুন্দর গান করতে পারো সেটা আগে জানতাম না’। আবার কেউ লিখেছেন, ‘তুমি যেমন অভিনয় করো ঠিক তেমনি সুন্দর তোমার গানের গলা’।

তবে এই প্রথমবার নয়। বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অভিনেত্রীর এমনই এক ভিডিও। সেখানেও শোনা গেছিল তাঁর সুরিলা কন্ঠ। ‛দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না’ গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করেছিলেন তিনি। এরপর তাঁকে গাইতে শোনা যায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের টাইটেল সং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও।

Check Also

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, ঘটল বিপত্তি তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ...

Leave a Reply

Your email address will not be published.