Thursday , June 8 2023

জানেন কি, হাতে ‘M’ চিহ্ন থাকলে আপনার সঙ্গে এসব ঘটতে পারে

অনেকে বলেন মুখ নাকি মনের আয়না, আবার হস্তরেখাবিদদের কাছে কিন্তু হাতের রেখাই হল ভূত-বর্তমান-ভবিষ্যতের আয়না৷ আপনাদের মধ্যে অনেকেই হাতের রেখা নিয়ে খুবই আগ্রহী৷ কেউ বিশ্বাস করেন, কেউবা করেন না৷

তবে সেসব তর্ক-বিতর্ক দূরে রেখে চলুন চোখ রাখা যাক কিছু ইন্টারেস্টিং বিষয়ে৷ আপনারা হার্ট লাইন, লাইফ লাইন নিয়ে অনেক কিছু শুনেছেন৷ কিন্তু জানেন কি হাতে একটি M চিহ্নও রয়েছে অনেকের৷

পুরুষের হাতে M থাকলে তারা খুবই প্রতিশ্রুতিমান- অনুভূতিপ্রবণ হতে পারেন৷ যে কোনও উদ্যোগে সাফল্য নাকি আসেই৷ তা চাকরি হোক বা প্রেম৷ এধরনের ব্যক্তিরা খুব একটা প্রতারণা প্রবণ হন না৷ প্রেমিক-প্রেমিকা দু’জনের হাতেই M থাকলে তাদের তাদের রাজযোটক মনে করা হয়৷ তবে ছেলে-মেয়ে ভেদাভেদ না করে বলা যায়, যাদের হাতে এই M থাকে তারা-

১. খুব আবেগপ্রবণ হন

২. এঁরা সাধারণত ঈশ্বরে বিশ্বাস করেন

৩. খুব কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেতে পারেন৷

৪. চাকরি না হলে, কোনো ব্যবসার দিকে মনোনিবেশ করুন, ভালো ফল পাবেন আপনি ।

৫. এঁরা খুব মিশুকে হন

৬. চাকরিতে ভাগ্য না খুললে ব্যবসার দিকে চেষ্টা করে দেখতে পারেন৷

৭. সহজেই সকলকে বিশ্বাস করে ফেলেন

Check Also

কিনতে যেতে হবে না, বাড়ির সাধারণ পাত্রে লাগান শসা, খেয়াল রাখুন এই ৭টি বিষয়

যে ফসল গুলি বা ফলগুলি বারো মাস পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো শসা ...

Leave a Reply

Your email address will not be published.